দ্য রিপোর্ট প্রতিবেদক:  চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলার সাজাপ্রাপ্ত কয়েদি, ‘ইয়াবা সম্রাট’ খ্যাত আমিন হুদা (৪৬) মারা গেছেন।

শুক্রবার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

আমিন হুদা হৃদরোগসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ মার্চ,২০২০)