শাবনূরের প্রেমের সাতকাহন
দ্য রিপোর্ট প্রতিবেদক: তিনি এক সময়ের নন্দিত নায়িকা। যেমন আলোচিত, তেমনি সমালোচিত। যদিও অভিনয় গুণে সব সমালোচনা সামলে নিয়েছেন। পর্দায় শাবনূরের অভিষেক হয়েছিল প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশামের ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে। নব্বইয়ের দশকে জনপ্রিয়তার তুঙ্গে থাকা প্রয়াত নায়ক সালমান শাহ্’র সঙ্গে জুটি বেঁধে সাড়া ফেলে দেন তিনি।
সালমান শাহ্’র অকাল মৃত্যুতে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়লেও, চিরায়ত বাঙালি প্রেমিকার ইমেজ এবং অভিনয় দক্ষতা তাকে দর্শক হৃদয়ে শক্ত আসন গড়তে সাহায্য করে। এরপর রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সফল হন এই নায়িকা।
শাবনূরের সফল ক্যারিয়ারে তার পায়ে পায়ে হেঁটেছে সমালোচনা। এর অন্যতম কারণ ব্যক্তিগত জীবন। প্রায়ই তাকে নিয়ে শোনা যেত প্রেমের গুঞ্জন। এর শুরু সালমান শাহ্কে নিয়ে। যদিও এর সত্যতা প্রমাণের আগেই পরপারে পাড়ি জমান সালমান। এখনও তাদের এই সম্পর্ক ভক্তদের মধ্যে আলোচনার খোরাক জোগায়। সর্বশেষ পিবিআইবি রিপোর্টেও তাদের প্রেমের কথা বলা হয়েছে।
শাবনূরের ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় নায়ক সাব্বিরের সঙ্গেও প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও তা ডালপালা ছাড়ায়নি। কারণ ততদিনে রিয়াজ-শাবনূর জুটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। আর চলচ্চিত্রে জুটির প্রেমের গুঞ্জন নতুন নয়। যে কারণে সাব্বিরের বিষয়টি চাপা পড়ে ‘রিয়াজের সঙ্গে শাবনূরের প্রেম’ আলোচিত সংবাদে পরিণত হয়। কিন্তু এবারও এই সংবাদের সত্যতা মেলেনি।
এরপর শোনা যায় চলচ্চিত্রের এক নির্মাতার সঙ্গে শাবনূরের সর্ম্পক অন্য দিকে মোড় নিচ্ছে। চিত্রপুরীর কারো সঙ্গে যোগাযোগ না থাকলেও শাবনূরের খবর এই নির্মাতা সবসময় রাখতেন। এরই মধ্যে শাবনূর অন্যত্র বিয়ে করে সংসারী হন। অথচ এখনও বিয়ে করেননি সেই নির্মাতা। কেন করেননি- এ এক রহস্য বটে! প্রশ্ন করা হলেও উত্তর মেলেনি।
২০১০ সালে বজলুর রশীদ চৌধুরীর ‘বধূ তুমি কার’ সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেন অনিক। সেই সূত্রে তাদের পরিচয়। ২০১২ সালের ২৮ ডিসেম্বর পরিচয় থেকে দুজনের পরিণয়। যদিও বিষয়টি ছিল গোপনীয়। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর আইজান নিহান নামে এক পুত্রসন্তানের মা হন শাবনূর। পুত্রকে নিয়ে এখন অস্ট্রেলিয়ায় বাস করছেন তিনি।
বেশ ভালোই চলছিল দুজনের সংসার। হঠাৎ সংসারে বেজে ওঠে ভাঙনের সুর। এবারও শাবনূর নিশ্চুপ। বিভিন্ন অনুষ্ঠানে স্বামীকে সঙ্গে নিয়ে আসছেন না কেন? প্রশ্ন করলেই এড়িয়ে যেতেন তিনি। ২০১৬ সালে মান্না উৎসবে সর্বশেষ স্বামী অনিককে নিয়ে মঞ্চে উঠেছিলেন শাবনূর। এরপর দুজনকে একসঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। আর তাতেই শাবনূরকে নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়।
সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ‘যাহা রটে তা কিছু বটে’ প্রমাণ করেছেন শাবনূর। গত ২৬ জানুয়ারি অনিককে তালাক নোটিশ পাঠিয়েছেন। এখন দেখার বিষয় শাবনূর-তরী এবার কোন ঘাটে গিয়ে নোঙর ফেলে।
(দ্য রিপোর্ট/আরজেড/০৬ মার্চ,২০২০)