‘করোনায় মুজিববর্ষে বিদেশি অতিথিরা সফর বাতিল করেননি’
![](https://bangla.thereport24.com/article_images/2020/03/07/3d.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিশ্বজুড়ে বিস্তার করা করোনাভাইরাসের প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারো সফরসূচি এখনো বাতিল হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব পড়বে। তবে এখন পর্যন্ত কেউই সফরসূচি বাতিল করেননি। শুধু একজন অতিথি অন্য কারণে আসতে পারবেন না বলে জানিয়েছেন। এ ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ। আমরা অত্যন্ত সতর্কতা মেনে চলছি। আমন্ত্রিত অতিথিরা সবাই আসবেন বলে আমরা ধারণা করছি।’
বিমানবন্দরে এসময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ শাফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।
(দ্য রিপোর্ট/আরজেড/০৭ মার্চ,২০২০)