হাসপাতালে ভর্তি অভিনেতা ডিপজল
দ্য রিপোর্ট প্রতিবেদক: অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। গতকাল শুক্রবার (৭ মার্চ) রাজধানীর একটি হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন বলে ফেসবুকে ক্ষুদে বার্তায় জানিয়েছেন শিল্পী সমিতির সাধারন সম্পাদক জায়েদ খান।
তিনি হাসপাতালে ডিপজলকে দেখে এসে বার্তায় লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় অভিনেতা ডিপজল ভাই শারিরীকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সবাই তার জন্য দোয়া করবেন।’ এসময় ছবিতে তার পাশে দেখা গেছে নায়ক ও সাংসদ ফারুক ও প্রযোজক লিটনকে।
এর আগে বেশ কয়েক দিন অসুস্থ হয়ে সিংগাপুরে চিকিৎসা করে দেশে ফিরেছেন অভিনেতা ডিপজল। ফের ডিপজলের অসুস্থতা চলচ্চিত্রর মানুষ গুলোকে ভাবিয়ে তুলেছে।
অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল চলচ্চিত্রের যেকোনো সংকট বা প্রয়োজনে সবার আগে দাঁড়ান তিনি। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। ডিপজলকে শেষবার ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমায় দেখা গেছে।
ডিপজলের ‘সৌভাগ্য’, ‘এ দেশ তোমার আমার’ নামে দুটি সিনেমা মুক্তির মিছিলে। একটি সিনেমা পরিচালনা করেছেন এফ আই মানিক আরেকটি ছটকু আহমেদ। এছাড়া আরও নতুন বেশ কিছু সিনেমা প্রযোজনা করবেন তিনি।
(দ্য রিপোর্ট/আরজেড/০৮ মার্চ,২০২০)