আবহাওয়া অফিসের নতুন বার্তা
![](https://bangla.thereport24.com/article_images/2020/03/08/5.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: শীতের তীব্রতা কমে ফাগুনের পরশে বসন্তের আগমন ঘটেছে ২৩ দিন আগেই। প্রকৃতিতেও বিরাজ করছে পুরোমাত্রায় ঋতুরাজ বসন্ত। তবে রোববার কুয়াশার চাদর মোড়ানো সকাল দেখে অনেকেই শীতকাল বলে কিছুটা বিস্মিত হয়েছেন।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় রোববার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস আরো জানিয়েছে, আগামী ২ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। তবে পরের ৫ দিনে তাপমাত্রা বাড়তে পারে কিছুটি।
(দ্য রিপোর্ট/আরজেড/০৮ মার্চ,২০২০)