দ্য রিপোর্ট প্রতিবেদক: রবিবার দেশে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার খবর দিয়েছে সরকার। আর এই খবরের পর সোমবার (০৯ মার্চ) বড় পতন দিয়ে শুরু হয়েছে শেয়ারবাজারের লেনদেন। লেনদেন শুরুর মাত্র ৭ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১০৮ পয়েন্ট কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৬ পয়েন্ট কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর ডিএসইএক্স প্রথম মিনিটে ২৩ পয়েন্ট, দ্বিতীয় মিনিটে ২৬ পয়েন্ট, তৃতীয় মিনিটে ১১৯ পয়েন্ট, চতুর্থ মিনিটে ১৮ পয়েন্ট, পঞ্চম মিনিটে ১৯ পয়েন্ট এবং ৪ পয়েন্ট কমেছে।

ডিএসইতে এ সময় পর্যন্ত শরিয়াহ সূচক ২৭ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট এবং ২১ পয়েন্ট কমেছে।

আর সাত মিনিটে ডিএসইতে ৩২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এই সময় পর্যন্ত ডিএসইতে ২৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৭টির দর বেড়েছে, দর কমেছে ২৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের।

লেনদেনের সাত মিনিটে সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৭৩ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৯৮ পয়েন্ট এবং সিএসআই ১০ পয়েন্ট কমেছে।

সাত মিনিটে সিএসইতে ৪৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৯টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির শেয়ার ও ইউনিট দর। আর এ সময় পর্যন্ত সিএসইতে ৫৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ মার্চ,২০২০)