দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের দর্শকপ্রিয় খল অভিনেতা রাহুল দেব। ১৯৯৭ সালে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। ২০০০ সালে মুক্তি পায় রাহুল অভিনীত প্রথম চলচ্চিত্র ‘চ্যাম্পিয়ন’। অভিনয় ক্যারিয়ারে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, বাংলাসহ নানা ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

খল অভিনেতা হিসেবে রাহুল অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘মহাড়ি’, ‘মাস’, ‘জয় চিরঞ্জীবী’, ‘পৌরানামি’, ‘ইয়েবাড়ু’, ‘তুলসি’, ‘ব্যাংক’ প্রভৃতি। ভারতীয় দর্শকের পাশাপাশি বাংলাদেশি দর্শকের কাছেও দারুণ জনপ্রিয় এই অভিনেতা।

রাহুল ব্যক্তিগত জীবনে রিনা নামে এক মেয়ের সঙ্গে সংসার পেতেছিলেন। এ ঘরে তাদের সিদ্ধার্থ নামে ১১ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। ২০০৯ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান রিনা। এরপর মডেল-অভিনেত্রী মুগ্ধ রাহুলের জীবনে আসেন। কমন এক বন্ধুর বিয়েতে তাদের প্রথম পরিচয়। ২০১৫ সালে মুগ্ধ স্বীকার করেন রাহুলের সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন। এরপর দীর্ঘ সময় কেটে গেছে।

বর্তমানে রাহুলের বয়স ৫১ আর মুগ্ধর বয়স ৩৭ বছর। তাদের বয়সের ব্যবধান ১৪ বছরের। সম্প্রতি এক সাংবাদিক রাহুলের কাছে জানতে চান- বয়সের ব্যবধান তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলছে কিনা? জবাবে রাহুল বলেন, আমি বিশ্বাস করি, আপনি যদি সুখী থাকেন তবে বয়স কিংবা অন্য কোনো বিষয় সমস্যা তৈরি করে না।

দীর্ঘ দিন ধরে সম্পর্কে রয়েছেন রাহুল-মুগ্ধ। কিন্তু এখনো বিয়ে করেননি এই প্রেমিক যুগল। বিয়ে নিয়ে কোনো পরিকল্পনার কথাও জানাননি তারা।

(দ্য রিপোর্ট/আরজেড/১০মার্চ,২০২০)