করোনা: মৃতের সংখ্যা বেড়ে ৪,২৯৮; আক্রান্ত ১,১৯, ১৮৬
দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১৩ টি ও বিশেষ অঞ্চল। এখন পর্যন্ত এ রোগে ৪ হাজার ২৯৮ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ১৯ হাজার ১৮৬ জন। তবে এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৬ হাজার ৬১৯ জন।
চীনের বাইরে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৯ এবং মৃত্যু হয়েছে ৬৩১ জনের। শুধু গতকালই ইতালিতে এ রোগে মারা গেছে ১৬৮ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। জানুয়ারিতে মহামারী আকার ধারণ করায় বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
(দ্য রিপোর্ট/আরজেড/১১মার্চ,২০২০)