রূপনগর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর মিরপুর রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার সকাল পৌনে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, সকাল পৌনে ১০টায় মিরপুরের রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তাৎক্ষণিকভাবে হতাহত এবং আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
(দ্য রিপোর্ট/আরজেড/১১মার্চ,২০২০)