নতুন ইউনিট চালু করবে ন্যাশনাল টিউবস
দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবসের পরিচালনা পর্ষদ নতুন ইউনিট চালুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি তার ফ্যাক্টরির অভ্যন্তরে ইস্পাতের কাঠামো এবং ফেব্রিকেশন ইউনিট স্থাপন করবে। এ জন্য কোম্পানিটির ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৩ লাখ ৮৫ হাজার টাকা। প্রাথমিক পর্যায়ে কোম্পানিটি এই ইউনিটে ৬৩ লাখ ৬৫ হাজার টাকা বিনিয়োগ করবে।
চালুর পর নতুন ইউনিট থেকে প্রতি বছরে কোম্পানিটির ১০০ মেট্রিকটন ফেব্রিকেশনের কাজ হবে। যার মাধ্যমে কোম্পানিটির ৫০ লাখ টাকা আয় হতে পারে।
প্রকল্পটি তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। বেজা ইপিজেড, পিডিবি, আরইবি এবং পিজিসিবি, বিভিন্ন সরকারি প্রকল্প এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গ্যালভানাইজিং এবং ফেব্রিকেশনের কাজ করার সুযোগ থাকবে।
(দ্য রিপোর্ট/আরজেড/১১মার্চ,২০২০)