দ্য রিপোর্ট প্রতিবেদক: কয়েক হাজার বস্তিবাসীর সব স্বপ্ন পুড়িয়ে থামল মিরপুরের রূপনগরের বস্তির আগুন। নিভিয়ে যাওয়ার আগুনে পুড়ে গেছে বস্তির সহস্রাধিক ঘর।

বুধবার বেলা একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এর আগে সকাল পৌনে ১০টার দিকে বস্তিটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের ৩ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনে এখন পর্যন্ত নিহত বা আহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দেবাশীষ বর্ধন আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সকালে আগুন লাগার সময় অনেকেই বস্তিতে ছিলেন না। কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে গেছেন। আর যারা ছিলেন তারা রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন আগুনের সংবাদ পাওয়ার পর থেকে। এখন পর্যন্ত এ ঘটনায় নিহত বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে কিনা তাও জানা যায়নি।

আগুন লাগার পর স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ঘটনাস্থলে পরিদর্শনে আসেন। আগুনে প্রায় দুই হাজারের মতো ঘর পুড়ে গেছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/১১মার্চ,২০২০)