লিটু আনামের বাড়িতে ভয়ানক কৌশলে চুরি
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের আশ্রমপাড়ায় অভিনেতা লিটু আনামের বাড়িতে ৬০ ভরি স্বর্ণালংকার, প্রায় তিন লাখ টাকাসহ বাড়ির মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা। খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে মালামাল চুরি করা হয় বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
অচেতন হওয়া চারজন হলো লিটু আনামের মা সালেহা চৌধুরী (৬৮), বড় ভাই শফিউল আনাম পারভেজের স্ত্রী ফাইরুল হাবিবা বিভা (৪৪), পারভেজ-বিভার সন্তান সুপ্রবহ (৮) ও সুঋদ্ধ (৪)। ফাইরুল হাবিবা জানান, গত সোমবার দুপুর ১২টার দিকে লিটু আনাম নাশতা খেয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। তাঁর খুব ঘুম পাচ্ছে বলে রওনা দেওয়ার আগে তিনি জানান। পরে পরিবারের অন্য সদস্যরা নাশতা খেলে তাঁদেরও ঘুম পায়।
একপর্যায়ে তাঁরা ঘুমিয়ে পড়েন। পরদিন গতকাল মঙ্গলবার সকালে ঘুম ভেঙে দেখেন, ঘরের দরজা খোলা এবং ঘরের আসবাব এলোমেলো পড়ে রয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১১মার্চ,২০২০)