দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগে ৫ ব্যাংক ২০০ কোটি টাকা করে মোট ১ হাজার কোটি টাকার ফান্ড গঠন করেছে। এছাড়া আরও ৮ ব্যাংক এই ফান্ড গঠনের পাইপলাইনে রয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ড গঠন করেছে- সোনালি ব্যাংক, রূপালি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক ও দি সিটি ব্যাংক।

এদিকে ফান্ড গঠনের প্রক্রিয়ায় রয়েছে- ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, জনতা ব্যাংক এবং অগ্রনি ব্যাংক।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে শেয়ারবাজার নেতিবাচক ছিল। যা সমাধানে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দেয়। এরই ধারাবাহিকতায় সহজ শর্তে প্রতিটি ব্যাংককে ২০০ কোটি টাকার ঋণ দেওয়ার প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

(দ্য রিপোর্ট/আরজেড/১১মার্চ,২০২০)