দ্য রিপোর্ট প্রতিবেদক: চলতি বছরই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার সেই বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী জুনে বাংলাদেশ সফরে আসবে অজিরা।

বাংলাদেশে এসে সফরকারী দলগুলি সাধারণত দুই বা তিনের প্রস্তুতি ম্যাচ পেয়ে থাকে। এবার অস্ট্রেলিয়া খেলবে চার দিনের প্রস্তুতি ম্যাচ। ওই প্রস্তুতি ম্যাচের ভেন্যু ও তারিখ চূড়ান্ত হয়নি। তবে টেস্ট দুটির সূচি প্রকাশ করেছে বিসিবি। ১১ জুন থেকে প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। ১৯ জুন থেকে পরের টেস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

সবশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। সেবারই প্রথমবার অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর স্বাদ পায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করেছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সূচিঃ
প্রথম টেস্ট- ১১-১৫ জুন- চট্টগ্রাম
দ্বিতীয় টেস্ট- ১৯-২৩ জুন- ঢাকা

এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ দল।

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সূচিঃ
১৪ মে- প্রথম ওয়ানডে- স্টরমন্ট, বেলফাস্ট
১৬ মে- দ্বিতীয় ওয়ানডে- স্টরমন্ট, বেলফাস্ট
১৯ মে- তৃতীয় ও শেষ ওয়ানডে- স্টরমন্ট, বেলফাস্ট

*এর আগে ১১ মে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচিঃ
২২ মে- প্রথম টি-টোয়েন্টি- দ্য ওভাল
২৪ মে- দ্বিতীয় টি-টোয়েন্টি- কেলমস্ফোর্ড
২৭ মে- তৃতীয় টি-টোয়েন্টি- ব্রিস্টল
২৯ মে- চতুর্থ টি-টোয়েন্টি- এজবাস্টন।

(দ্য রিপোর্ট/আরজেড/১১মার্চ,২০২০)