সীতাকুণ্ডে ভাঙচুর ও সংখ্যালঘুর বাড়িতে আগুন
বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে কেন্দ্রদখল, বিএনপি ও জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর ও সংখ্যালঘুর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী আবুল কালাম আজাদ ও ফরমান আলী জানান, সকাল ১০টার দিকে উপজেলার ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে বের করে দেয়। বিএনপির নেতাকর্মীরা এতে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিএনপির পক্ষ নিয়ে শিবিরকর্মীরা এ সময় ককটেল বিস্ফোরণ ঘটায়।
একইভাবে সকাল ১১টার দিকে বারইয়ারঢালা কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা দিদারুল আলম চৌধুরী নামে একজনকে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিএনপি সর্মথিত চেয়ারম্যান প্রার্থী দিদারুল ইসলাম মাহমুদ অভিযোগ করেন, টেরিয়াইল এলাকায় চৌধুরী পাড়ায় বিএনপি-জামায়াতের সমর্থক তিনজনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা এক জামায়াত নেতার আগরবাতির কারখানায় আগুন দেয়। একই সময় সুনীল চৌধুরী নামে এক সংখ্যালঘুর বাড়িতে আগুন লাগানো হয়।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান দ্য রিপোটকে জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও ভোটগ্রহণে কোনো সমস্যা হয়নি।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) সালাহউদ্দিন সিকদার জানান, বিএনপি প্রার্থীর সর্মথকদের ওপর হামলার অভিযোগ পেয়েছি। বিষটি তদন্ত করে দেখা হচ্ছে।
(দ্য রিপোর্ট/কেএইচএস/একে/আরকে/মার্চ ১৫, ২০১৪)