মেরিন ড্রাইভে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা ডাকাত নিহত
কক্সবাজার প্রতিনিধি: জেলার টেকনাফের শামলাপুর মেরিন ড্রাইভ সড়কে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) দিনগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি এক নলা বন্দুক, ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সেকেন্ড ইন কমান্ড সাইফুল ইসলাম সোহেল ওরফে ডিবি সাইফুল (৩৮) ও নুর কামাল প্রকাশ (৩৪) ওরফে সোনাইয়া। সোহেল রামুর পূর্ব উমখালীর আব্দুর শুক্কুরের ছেলে ও সোনাইয়া টেকনাফের হ্নীলার লেদা পশ্চিমপাড়ার নুর আহম্মদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব।
(দ্য রিপোর্ট/আরজেড/১২মার্চ,২০২০)