দ্য রিপোর্ট প্রতিবেদক:  করোনাভাইরাস মোকাবেলায় কঠোর অবস্থানে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ গণমাধ্যমে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই গণবিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮) এর বিভিন্ন ধারা উল্লেখ করে এ ব্যাপারে তাদের কঠোর অবস্থানের বার্তা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বরাতে ঐ গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিদেশ থেকে প্রত্যাগত কিছু প্রবাসী বা তাদের সংস্পর্শে আসা ব্যক্তিবর্গ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আরোপিত কোয়ারেন্টাইনের শর্ত সঠিকভাবে প্রতিপালন করছেন না। অনেকেই মিথ্যা তথ্য, গুজব ছড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর সকলকে বর্ণিত আইন অনুযায়ী ও নির্দেশিত পন্থায় যথাযথ দায়িত্ব পালনের অনুরোধ জানাচ্ছে। ব্যত্যয়ক্ষেত্রে আইনের সংশ্লিষ্ট শাস্তিমূলক ধারা প্রয়োগ করা হবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের গণবিজ্ঞপ্তিতে সংক্রামক রোগ প্রতিরোধ আইনের ধারা ১ এর ঠ উল্লেখ করে বলা হয়েছে যে, সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন, এরকম সন্দেহভাজন ব্যক্তিকে নির্দিষ্ট হাসপাতাল, অস্থায়ী হাসপাতাল স্থাপনা বা গৃহে অন্তরীণ বা পৃথককরণ করা যেতে পারে।

এই ধারায় সংক্রামক রোগের তথ্যাদি দেওয়া যেমন বাধ্যতামূলক, সংক্রামিত এলাকা ঘোষণা করার ক্ষমতা এবং রোগাক্রান্ত ব্যক্তিকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করার ক্ষমতাও যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে রয়েছে কথাও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, জানা গেছে যে বিদেশ ফেরত অনেকেই কোয়ারেন্টাইনে থাকতে চাইছেন না। তাদের সংস্পর্শে যারা আসছেন, তারাও বিচ্ছিন্ন হয়ে থাকতে চাইছেন না বলে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে তথ্য এসেছে। এরপরেই স্বাস্থ্য অধিদপ্তর এরকম কঠোর অবস্থানে গেছে বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩মার্চ,২০২০)