করোনায় আক্রান্তদের প্রতি রোনালদোর বার্তা
দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসে থমকে গেছে পুরো বিশ্ব। প্রায় দেড় লাখ মানুষ আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৫ হাজারেরও বেশি। খেলার মানুষরাও বাদ পড়েনি এর কবল থেকে। তাদের সবার প্রতি সমবেদনা আর সংহতি জানালেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।
প্রথম খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হন রোনালদোর জুভেন্টাস সতীর্থ ড্যানিয়েল রুগানি। ২৫ বছর বয়সী সেন্টার ব্যাকের টেস্ট পজিটিভ হওয়ার পরপরই সিরি ‘আ’ ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়। রুগানির রোগ ধরা পড়ায় দলের প্রত্যেককে থাকতে হচ্ছে আইসোলেশনে, রোনালদোও।
জুভেন্টাস ফরোয়ার্ড পর্তুগালের মাদেইরায় নিজ বাড়িতে দিন কাটাচ্ছেন।
এই কঠিন সময়ে সবার পাশে থাকতে সামাজিক মিডিয়াকে ব্যবহার করলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী, ‘বিশ্ব এখন অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন আমাদের সবার সেদিকে নজর দেওয়া দরকার। একজন ফুটবলার হিসেবে নয়, একজন ছেলে, বাবা, আর মানুষ হিসেবে আজ আমি আপনাদের সঙ্গে কথা বলছি। যা ঘটছে তাতে আমিও উদ্বিগ্ন।’
রোনালদো সবাইকে সতর্ক থাকার আহ্বান করেছেন, ‘আমরা কীভাবে এই পরিস্থিতি সামলাবো সেটার জন্য ডাব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ও সরকারের পরামর্শ আমাদের সবাইকে মানতে হবে। সব কিছুর ওপরে বেঁচে থাকাই আসল।’
করোনায় স্বজন হারানো ও আক্রান্তদের প্রতি সহানুভূতি জানিয়ে রোনালদো বলেছেন, ‘যারা কাছের কাউকে হারিয়েছে তাদের জন্য আমার সমবেদনা, আর আমার সতীর্থ ড্যানিয়েল রুগানির মতো যারা এই ভাইরাসের বিরুদ্ধে লড়ছে তাদের প্রতি সংহতি জানাই। আর যে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন ঝুঁকির মধ্যে রেখে অন্যকে বাঁচাচ্ছেন তাদের প্রতি আমার সমর্থন অব্যাহত থাকবে।’
(দ্য রিপোর্ট/আরজেড/১৪মার্চ,২০২০)