বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ পাঁচ বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ যাত্রী। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙা এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

নিহতদের মধ্যে এক শিশু এক নারী ও তিনজন পুরুষ রয়েছেন।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, শনিবার বিকেল সোয়া চারটার দিকে খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক আসা একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নারী বাসযাত্রীসহ তিনজন এবং ফকিরহাট উপজেলা ন্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে এক শিশুসহ আরও দুই জন নিহত হন। দুর্ঘটনায় অন্তত আরও ১০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হতাহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪মার্চ,২০২০)