‘তিনজনই সুস্থ, বাংলাদেশে এখন করোনা আক্রান্ত কেউ নেই’
![](https://bangla.thereport24.com/article_images/2020/03/14/11.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা জানিয়েছেন, বাংলাদেশে এখন করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই। যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাদের সবাই এখন করোনামুক্ত।
রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে শনিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি সাংবাদিকদের অবহিত করেন সেব্রিনা।
সেব্রিনা বলেন, বাংলাদেশ মোট তিনজন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিলেন। তাদের মধ্যে দুজন আগেই সুস্থ হয়েছেন। এর মধ্যে একজন ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন। আরেকজন সুস্থ হলেও হাসপাতাল ছেড়ে যাননি। অপরজন, অর্থাৎ সবশেষ যে ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন, তার প্রথম রক্ত পরীক্ষায় নেগেটিভ এসেছে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রটোকল অনুযায়ী তার দ্বিতীয়বার পরীক্ষা করা হবে। এতে নেগেটিভ এলে তাকে করোনামুক্ত ঘোষণা করা হবে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৪মার্চ,২০২০)