চৌগাছায় বন্দুকযুদ্ধে যুবক নিহত
যশোর প্রতিনিধি: জেলার চৌগাছায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জহুরুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত জহুরুল ইসলাম মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে। জহুরুল আন্দুলিয়া গ্রামের প্রাইমারী স্কুলপাড়ার গোলাম হোসেনের ছেলে।
রোববার (১৫ মার্চ) ভোরে উপজেলার মাকাপুর গাবতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে মাকাপুর গাবতলা মাঠে পুলিশ অবস্থান নেয়। এসময় মাদক ব্যবসায়ী দলের পক্ষ থেকে গুলি চালানো হয়। পুলিশও পাল্টা গুলি চালায়।
পুলিশের গুলির মুখে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় সেখানে মাদক ব্যবসায়ী জহুরুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপতাল মর্গে পাঠায়।
(দ্য রিপোর্ট/আরজেড/১৫মার্চ,২০২০)