প্রকাশ্যে কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীরা, আতঙ্কে এলাকাবাসী
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীরা মানছেন না স্বাস্থ্য বিভাগের নির্দেশনা। প্রকাশ্যে হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছেন, চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন তারা।
মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মধ্যে।
তিনি জানান, করোনাভাইরাসের লক্ষণ না থাকলেও সতর্কতা হিসেবে চিহ্নিত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। প্রকাশ্যে ঘুরে বেড়াতে নিষেধ করা হলেও কোনো নির্দেশনা মানছেন না তারা। অবাধে হাট-বাজার, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। বারবার সতর্ক করা হলেও তারা ভ্রুক্ষেপ করছেন না। তাদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে ভয়াবহ বিপদ হতে পারে।
সিভিল সার্জন আরো জানান, মানিকগঞ্জে প্রবাসীর সংখ্যা বাড়ছে। শনিবার নতুন ৫২ জনকে চিহ্নিত করা হয়েছে। এ নিয়ে পাঁচ দিনে ২২১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ডা. আনোয়ারুল আমিন আরো জানান, করোনাভাইরাস মোকাবিলায় সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে একশ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রয়েছে। এছাড়া নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চলছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৫মার্চ,২০২০)