খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
![](https://bangla.thereport24.com/article_images/2020/03/16/Gun-Fight.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।
রোববার (১৬ মার্চ) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম জানান, নাগদারপাড় এলাকায় ডিবি পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক যুবক গুলিবিদ্ধ হন। এমন সংবাদ পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টা ৪৫ মিনিটে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর।
ময়নাতদন্তের জন্য লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৬মার্চ,২০২০)