সবচেয়ে মূল্যবান দল লিভারপুল
দ্য রিপোর্ট ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটির ওপরে অবস্থান লিভারপুলের। আরেকটি জায়গায় পেপ গার্দিওলার দলকে টপকে গেল ইয়ুর্গেন ক্লপের দল। খেলোয়াড়দের বাজারমূল্যের হিসেবে সবচেয়ে দামী দল আছে লিভারপুলের।
ইউরোপের পাঁচটি শীর্ষ লিগে খেলা দলগুলোর বাজারমূল্য হিসেব করা হয়েছে। ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজের (সিআইইএস) একদল গবেষকের গবেষণার ফলের ভিত্তিতে এ তথ্য দিয়েছে বিবিসি।
১৪০.৫ কোটি মূল্যমানের খেলোয়াড় নিয়ে তালিকার শীর্ষে লিভারপুল। ম্যানচেস্টার সিটি ১৩৬.১ কোটি ইউরো নিয়ে ঠিক তাদের পরে। দুই প্রিমিয়ার লিগ জায়ান্ট পেছনে ফেলেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে। ১১৭ কোটি ইউরোর দল নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। লা লিগার পয়েন্ট টেবিলের মতো এখানেও তাদের পরে রিয়াল মাদ্রিদ, তাদের দল আছে ১১০ কোটি ইউরোর।
সেরা পাঁচে অন্য দলটি চেলসি। তাদের দলের খেলোয়াড় মূল্য ১০০.৮ কোটি ইউরো। ১০০ কোটির তালিকায় থাকা অন্য দলটি ম্যানচেস্টার ইউনাইটেড (১০০.৭ কোটি ইউরো)।
সেরা দশে জায়গা পাওয়া পাঁচ ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য ক্লাবটি হলো ৯ নম্বরে থাকা টটেনহাম হটস্পার (৭৮.৭ কোটি)। স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ (৮৩.৬ কোটি) তাদের ওপরে। ফ্রান্স থেকে কেবল প্যারিস সেন্ত জার্মেই (৯৭.৯ কোটি) ও ইতালি থেকে শুধু জুভেন্টাস (৭৮.৩ কোটি) সেরা দশে।
সিআইইএস বয়স, পারফরম্যান্স, অর্থনৈতিক মূল্যমান ও মুদ্রাস্ফীতিসহ বেশ কয়েকটি বৈশিষ্ঠ্যের ভিত্তিতে দামি খেলোয়াড় নির্ধারণ করেছে। পিএসজির বিশ্বকাপ জয়ী ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ২৬ কোটি ৫০ লাখ ইউরোতে সবচেয়ে দামী খেলোয়াড় হয়েছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/১৭মার্চ,২০২০)