৫ বিশ্বনেতার ভিডিও বার্তা
![](https://bangla.thereport24.com/article_images/2020/03/17/2a.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ মার্চ) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের জন্য পাঁচ বিদেশি অতিথি ভিডিও বার্তা পাঠিয়েছেন। তারা হচ্ছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমান।
ইতোমধ্যে ওই বার্তাগুলি জাতীয় বাস্তবায়ন কমিটির কাছে হস্তান্তর করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ভিডিও বার্তাগুলো আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রচার করা হবে।
১৭ মার্চের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠানটি ভিন্নভাবে করার পরিকল্পনা নেওয়া হয়। আগের জনসমাবেশ বাতিল করে এখন টেলিভাইজড ভাবে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৭মার্চ,২০২০)