কক্সবাজার সৈকতে জনসমাগমে নিষেধাজ্ঞা
কক্সবাজার প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধে কক্সবাজারে সকল প্রকার জনসমাগমের উপর জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার পর সমুদ্র সৈকতে সমবেত পর্যটকদের সরিয়ে দেওয়া হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের সদস্যরা বিকেল ৫টার দিকে পর্যটকদের স্ব স্ব হোটেলে ফেরত যেতে বলেন। সৈকত সংলগ্ন ব্যবসায়ীরা জানিয়েছেন, এখন সৈকত একেবারে খালি। সৈকতে পর্যটকদের না নামতে বলা হয়েছে।
এর আগে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা জানিয়েছেন, কক্সবাজারে সকল প্রকার জনসমাগমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবর রহমান জানিয়েছেন, কক্সবাজার জেলায় কোথাও করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি পাওয়া যায়নি। শুধু তিনজন বিদেশফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৮মার্চ,২০২০)