দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা ভাইরাস প্রদিরোধের জন্য মাদারীপুরের শিবচর উপজেলা ‘লকডাউন’ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ সব দোকানপাট ও গণপরিবাহন বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে ওষুধ, কাঁচামাল, মুদি দোকান এর আওতায় আসবে না।

উল্লেখ্য যে, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, যখন যেখানে প্রয়োজন হবে সেখানেই শাট ডাউন করা হবে। আজ স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যে, যে সেমস্ত এলাকায় বিদেশ থেকে বেশি প্রত্যাগতরা অবস্থান করছেন সেসমস্ত এলাকা প্রয়োজনে পর্যায়ক্রমে লক ডাউন করা হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে মাদারীপুরের শিবচর প্রথম লক ডাউন করা হলো।

উল্লেখ্য যে, সাম্প্রতিক সময় ইতালি এবং ইউরোপ ফেরত বেশ কিছু প্রবাসী দেশের বিভিন্ন স্থানে এসেছে। তার মধ্যে মাদারীপুরের শিবচর অন্যতম।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯মার্চ,২০২০)