ভোট দিলেন প্রধানমন্ত্রী
![](https://bangla.thereport24.com/article_images/2020/03/21/2w.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দিয়েছেন। শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
প্রসঙ্গত, শনিবার সকাল ৯টা থেকে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিউল ইসলাম মহিউদ্দিন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়ার জন্য এ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে নূর তাপস পদত্যাগ করলে আসনটি শূন্য হয়।
(দ্য রিপোর্ট/আরজেড/২১মার্চ,২০২০)