করোনামুক্ত উহান, আতশবাজি ফুটিয়ে উদযাপন
দ্য রিপোর্ট ডেস্ক: চীনের উহানে টানা তিন দিন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এখানে থেকে মাস তিনেক আগে করোনা ছড়ালেও স্বল্পদিনের ব্যবধানে এ সাফল্য পুরো বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে। আর উহানের এই স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে বড় অর্জন হিসেবে উদযাপন করছে উহানবাসী। কেউ কেউ আতশবাজি পুড়িয়ে তল্লাশিচৌকি অপসারণ উদযাপন করছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গত জানুয়ারি মাসে উহান শহর লকডাউন ঘোষণা করা হয়। এরপরও মানুষ যাতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে ভাইরাসটি ছড়াতে না পারে, সে জন্য তল্লাশিচৌকি বসানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে এমনটা জানিয়ে ইতিমধ্যে উহানে স্থাপিত ১৬টি অস্থায়ী হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে। চীনের বিভিন্ন প্রদেশ থেকে আসা চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবীরা নিজ নিজ প্রদেশে চলে গেছেন।
মানুষ কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছে। গত শুক্রবার থেকে শুরু হয়েছে উহানের তল্লাশিচৌকি অপসারণ। তবে শহরের বাইরে যাওয়ার ওপর এখনো কড়াকড়ি অব্যাহত আছে।
(দ্য রিপোর্ট/আরজেড/২২মার্চ,২০২০)