দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হচ্ছে না।

রোববার (২২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মন্ত্রিসভা বৈঠক অধিশাখা) মনিরা বেগম সাংবাদিকদের এ তথ‌্য জানান।

তিনি বলেন, মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশন থাকায় সোমবারের মন্ত্রিসভা বৈঠকের সূচি আগে থেকেই নির্ধারিত ছিল না। তবে ওই অধিবেশন স্থগিত হলেও সোমবার মন্ত্রিসভার কোনো বৈঠক নেই।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় মন্ত্রিসভার সোমবারের নিয়মিত বৈঠকটি প্রতি সোমবার হবে কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রী এখনও কোনো নির্দেশনা দেননি বলেও জানান মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব।

সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলে মন্ত্রিসভার কোনো বৈঠক হয় না। তবে প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহ্বান করতে পারেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২২মার্চ,২০২০)