কলকাতা লকডাউন
দ্য রিপোর্ট ডেস্ক: দেশজুড়ে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন করার সুপারিশ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। তবে এ বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত নেবে রাজ্য সরকারগুলিই। তবে এসময় সব রকম জরুরি পরিষেবা খোলা থাকবে।
কেন্দ্রীয় সরকারে এ ঘোষণার পর সোমবার (২৩ মার্চ) বিকেল ৪টা থেকে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লকডাউন হয়ে যাচ্ছে কলকাতাসহ রাজ্যের সব শহর।
বন্ধ করে দেওয়া হচ্ছে মেট্রো পরিষেবাও। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের মোট ৭৫টি জায়গা লকডাউন ঘোষণা হয়েছে।
রোববার (২২ মার্চ) দুপুরে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
(দ্য রিপোর্ট/আরজেড/২২মার্চ,২০২০)