দ্য রিপোর্ট প্রতিবেদক: অপর্ণা ঘোষ। অভিনেত্রী ও থিয়েটারকর্মী। ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায়ও তিনি সরব। নান্দনিক অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই গুণি শিল্পী বলেন, ‘আমি অভিনয় করতে ভালোবাসি। দর্শকদের জন্য অভিনয় করি। এজন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়।’

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পান অপর্ণা। পরবর্তীতে তিনি ‘মৃত্তিকা মায়া’, ‘মেঘমল্লার’, ‘সুতপার ঠিকানা’, ‘দর্পণ বিসর্জন’ এবং ‘গণ্ডি’ ছবিগুলোতে অভিনয় করেছেন।

চট্টগ্রামের মেয়ে অপর্ণার অভিনয়ের শুরুটা থিয়েটায়ে হলেও ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে তিনি আলোচনায় আসেন। ওই প্রতিযোগিতায় তিনি সেরা পাঁচের একজন ছিলেন। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

অপর্ণা বলেন, ‘অভিনয় শেখার অন্যতম প্লার্টফর্ম থিয়েটার। আমি অভিনয়ের জন্য বর্তমানে ঢাকায় থিতু হলেও নিয়মিত চট্টগ্রামে যেই। সেখানকার নন্দিকার থিয়েটার গ্রুপের হয়ে মঞ্চে উঠি। দুই মাস অন্তর অন্তর নন্দিকারের দলের সঙ্গে অভিনয় করি।

এই অভিনেত্রী মনে করেন, ‘অভিনয়ে জগতে এখন প্রচুর প্রতিযোগিতা হচ্ছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অভিনয় দক্ষতা দিয়েই টিকে থাকতে হবে।

কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, প্রেমের সম্পর্কে রয়েছেন অপর্ণা। কিন্তু এটাকে তিনি নিছক গুজব বলে উড়িয়ে দিলেন। বললেন, ‘আমি এখন কোনো সম্পর্কে নেই। তবে আমি জীবন সঙ্গী হিসেবে এমন একজনকে চাই যিনি সঠিকভাবে আমাকে বুঝবেন। তার সঙ্গে জীবনের সব কিছু ভাগাভাগি করে নেয়া যাবে।’

বিয়ে নিয়ে অপর্ণা বলেন, ‘পরিবার থেকে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। তাদের বলেছি, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। বরং আমি অভিনয়েই এখন বেশি মনোযোগী। বিয়ে হলে অভিনয় করাটা কঠিন হবে। কারণ, আমি নিজেকে মাল্টিটাস্কার মনে করি না। বরং বিয়ের পর সংসারে বেশি মনোযোগী হবো।’

প্রযুক্তির বদৌলতে এখন বাড়ছে ওয়েবসিরিজ। এই নিয়ে তার ভাবনা, ‘মিডিয়া ইন্ডাস্ট্রি দিনে দিনে পরিবর্তন হচ্ছে। ইউটিউবের মতো নতুন নতুন প্লাটফর্ম হচ্ছে। মানুষ এখন এসব প্লাটফর্মে বিনোদনের খোঁজে ঢু মারছেন। তাই পরিবর্তিত অবস্থার সঙ্গে টিকে থাকতে হলে নিজেকে এসবের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’

(দ্য রিপোর্ট/আরজেড/২৩মার্চ,২০২০)