দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ‘লক ডাউন’ হচ্ছে প্যান প্যাসিফিক সোনারগাঁও। বন্ধ করা হচ্ছে হোটেলটি। আজ আনুষ্ঠানিকভাবে হোটেলটি ‘লক ডাউন’ করা হবে। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারী বেসরকারী অফিস আদালত বন্ধের নির্দেশ দিয়েছে সরকার, তারই অংশ হিসেবেই প্যান প্যাসিফিক সোনারগাঁও লক ডাউন করা হবে।

হোটেলটি প্রতিষ্ঠার পর কখনোই বন্ধ করা হয়নি। শুধু সোনারগাঁও নয়, বাংলাদেশে যতগুলো পাঁচ তারকা হোটেল আছে সবগুলোই আজ রাত বারোটার পর থেকে ‘লক ডাউন’ করা হবে।

অবশ্য ইন্টারকন্টিনেন্টাল হোটেল ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় কিছুদিন বন্ধ ছিল। নতুন হোটেল ওয়েস্টিন হলি আর্টিজনের ঘটনার পর একদিন বন্ধ ছিল। তবে সব পাঁচ তারকা হোটেল একযোগে ‘লক ডাউন’ হওয়ার ঘটনা এবারই প্রথম।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫মার্চ,২০২০)