‘মানসিকভাবে প্রস্তুত মৃত্যুর জন্য’
দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্বশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা খুব দ্রুত বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২২৫ জনের। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
দীর্ঘদিন ধরে পরিবারসহ সেই দেশেই বসবাস করছেন ‘রং নাম্বার’ সিনেমা খ্যাত নায়িকা শ্রাবন্তী। দুই সন্তান নিয়ে নিউইয়র্কেথাকেন এক সময়ের জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী। এখন করোনা আতঙ্কে অনেকটাই ঘরে বন্দি তিনি।
এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানালেন তার বর্তমান মানসিক ও পারিপার্শ্বিক অবস্থার কথা। তিনি লিখেছেন, মানসিকভাবে প্রস্তুত মৃত্যুর জন্য। যে অবস্থায় আছি যে কোনও সময় ডাক আসতে পারে। কিন্তু ভেতরটা কেঁপে ওঠে আমার পাশে শুয়ে থাকা দুই নিষ্পাপ বাচ্চা দুজনের কথা ভেবে। ঘুম আসেনা আমার। আল্লাহ তুমি ক্ষমা করো।
২০০০ সাল থেকে ২০১০ পর্যন্ত ছোট পর্দার দর্শকের কাছে তুমুল জনপ্রিয় মুখ ছিলেন তিনি। ‘রং নাম্বার’ সিনেমার মাধ্যমে রিয়াজের বিপরীতে জুটি বাঁধেন শ্রাবন্তী। এই জুটির প্রথম সিনেমা দর্শক মহলে তুমুল প্রশংসিত হয়।
স্বামী খোরশেদের সঙ্গে ডিভোর্সের আগ থেকেই শ্রাবন্তী দুই মেয়ে রাবিয়া ও আরিশাকে নিয়ে প্রবাসেই বসবাস করছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/২৬মার্চ,২০২০)