করোনা আক্রান্তদের সেবায় নার্সের কাজ করছেন বলিউড অভিনেত্রী
দ্য রিপোর্ট ডেস্ক: করোনায় আক্রান্তদের সাহায্য করতে চিত্রজগত ছেড়ে নার্সের কাজে ফিরে গেলেন বলিউড অভিনেত্রী শিখা মালহোত্রা। তিনি বর্তমানে ভারতের মুম্বাইয়ের এক হাসপাতালে সাহায্য করছেন করোনা আক্রান্তদের।
সিনেমার জগতে পা দেওয়ার আগে নার্সিং কোর্স সম্পন্ন করেছিলেন সঞ্জয় মিশ্রর সঙ্গে ‘কাঞ্চলি’ ছবিতে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী শিখা মালহোত্রা। নার্সের পোশাকে শিখার ছবি ব্যাপকভাবে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
মুম্বাইয়ের যোগেশ্বরী পূর্বের বালাসাহেব ঠাকরে ট্রমা হাসপাতালের আইসোলেশন বিভাবের জরুরি সেবা দান করছেন তিনি। ২০১৪ সালে দিল্লির নার্সিং কোর্স শেষ করেন শিখা৷
(দ্য রিপোর্ট/আরজেড/২৯মার্চ,২০২০)