পার্লামেন্টে আইন পাস, কোয়ারেন্টাইন না মানলে ৭ বছরের কারাদণ্ড
দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলায় কোয়ারেন্টাইন না মানলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রেখে রাশিয়ার পার্লামেন্টে আইন পাস হলো।
আইনে বলা হয়েছে, কেউ যদি কোয়ারেন্টাইন ভঙ্গ করে এবং তার জন্য অন্যরা আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে কোয়ারেন্টাইন লঙ্ঘনকারীর সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হবে।
শুধু তাই নয়, ভুয়া খবর ছড়ালেও নেয়া হবে কঠিন ব্যবস্থা। নতুন আইনে বলা হয়, বাড়িতে অবস্থানরত সুস্থ ব্যক্তিরা বাড়ি থেকে বের হয়ে আদেশ লঙ্ঘন করলে এবং করোনা সম্পর্কিত ভুয়া খবর ছড়িয়ে দোষী সাব্যস্ত হলে তার পাঁচ বছর কারাদণ্ড হবে। এছাড়া এই আইনের বলে সরকার প্রয়োজনবোধে যেটা উপযুক্ত মনে করবে, সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে পারবে।
উল্লেখ্য, দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৩৭ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। সূত্র : বিবিসি
(দ্য রিপোর্ট/আরজেড/০১এপ্রিল,২০২০)