দিরিপোর্ট২৪ প্রতিবেদক: ‘গ্রেফতার নির্যাতন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলন দমন করা যাবে না। কারণ এ আন্দোলন জনগণের আন্দোলন। দাবি না মেনে নেয়া পর্যন্ত জনগণের এ আন্দোলন চলবে।’ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রবিবার এ কথা বলেছেন।

১৮ দলের ডাকা ৮৪ ঘণ্টা হরতালের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীম কোর্ট শাখার উদ্যোগে সমিতি ভবনের দক্ষিণ হলে মিছিল পরবর্তী সমাবেশে তিনি বিএনপির জাতীয় পর্যায়ের সকল নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন। একইসঙ্গে আইন বহির্ভূতভাবে আইনজীবীদের বাসায় পুলিশী তল্লাশিরও প্রতিবাদ জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরি, সাবেক এমপি খালেদা পান্না, অ্যাডভোকেট ওয়ালিউর রহমান, রবিউল করিম, সাইফুর রহমান, গোলাম নবী, সিদ্দিক উল্লাহ ও ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

(দিরিপোর্ট/এআইপি/এইচএস/এমডি/নভেম্বর ১০, ২০১৩)