দ্য রিপোর্ট ডেস্ক: করোনা ভাইরাসে বিশ্বর ৯টি দেশে এখন পর্যন্ত ৯০ প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই ৫৬ জন মারা গেছেন। এছাড়া দেশটিতে আরও ২০০ প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এদের বেশিরভাগই নিউইয়র্কের বাসিন্দা।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি মারা গেছে যুক্তরাজ্যে। নতুন করে ৮ জন বাংলাদেশির মৃত্যুর ফলে সেখানে বাংলাদেশির মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ জনে।

এছাড়া সৌদি আরবে ও ইতালিতে ৩ জন, কাতারে ২ এবং স্পেন, সুইডেন, লিবিয়া ও গাম্বিয়ায় একজন করে বাংলাদেশি মারা গেছেন।

প্রসঙ্গত, বিশ্বের এখন পর্যন্ত অর্ধলক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভয়ঙ্কর করোনা। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী এতে সবমিলিয়ে মারা গেছেন ৫৩২১৬ জন। আর আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৫ হাজার ৮৫০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ১০ হাজার মানুষ।

এদিকে করোনা ভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু ও ৬১ জন আক্রান্ত হয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩এপ্রিল,২০২০)