বলিউডের অসহায় শিল্পীদের দেড় কোটি রুপি দিচ্ছে যশ রাজ ফিল্মস
দ্য রিপোর্ট ডেস্ক: লকডাউনের কারণে ভারতে সবাই এখন ঘরবন্দী। এতে বিপাকে পড়েছে বলিউডের শুটিং সহকারীরা। তাদের সহায়তায় এগিয়ে এসেছে জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তারা দেড় কোটি রুপি সহায়তার ঘোষণা দিয়েছে।
বলিউডের সেটিং ডিপার্টমেন্ট, ছুতার মিস্ত্রি, আলোকসজ্জাকার, জুনিয়র শিল্পী, স্পট বয়সহ দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করেন এমন শিল্পীরা এ আর্থিক সুবিধা পাবেন। তারা যাতে সঙ্কটকালীন সময়ে মৌলিক প্রয়োজন মেটাতে পারে সে জন্যই এমন উদ্যোগ।
সহায়তা প্রয়োজন এমন শিল্পীদের খোঁজ করছে যশ রাজ ফিল্মস এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও তারা সংগ্রহ করেছে। এসব অ্যাকাউন্টে সরাসরি অর্থ সহায়তা দেবে যশ চোপড়া ফাউন্ডেশন। সূত্র: বলিউড লাইফ
(দ্য রিপোর্ট/আরজেড/০৪এপ্রিল,২০২০)