হরতালে স্বাভাবিক খুলনা
খুলনা সংবাদদাতা : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দলের ডাকা ৮৪ ঘন্টার হরতালের প্রথমদিন রবিবার খুলনায় বড় ধরনের কোনো নাশকতার ঘটনা ঘটেনি।
সকাল থেকে নগরীতে রিকশা ও অটোরিকশা চলাচল করলেও দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক আছে।
হরতালের সমর্থনে ১৮ দলীয় জোট সকাল ৯টায় একটি ঝটিকা মিছিল বের করে। নগরীর পিটিআই মোড়ে বের হওয়া মিছিলটি ফেরীঘাট ও ডাকবাংলা মোড় হয়ে বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয়।
সকাল ১০টায় বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন সিটি মেয়র মো. মনিরুজ্জামান মনি ও সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
(দিরিপোর্ট২৪/এসএইচ/এমএইচও/এমডি/নভেম্বর ১০, ২০১৩)