৬৯ প্রাইভেট মেডিকেলেও দেয়া হবে করোনার চিকিৎসা
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল করোনা রোগীসহ সব ধরনের সেবা দিতে ২৪ ঘণ্টা প্রস্তুত। এ কথা জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি এম এ মুবিন খান।
বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
এসময় সংগঠনের মহাসচিব এনামুর রহমান, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপিসহ অন্যান্য প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিপিএমসিএ’র পক্ষ থেকে বলা হয়, এ দুর্যোগের সময়ে দেশবাসীর পাশে আমরা আছি। আমাদের ২০ হাজার চিকিৎসক সেবা দিতে প্রস্তুত।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টা দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন। এ নিয়ে করোনায় মোট ২১ জনের মৃত্যু ও ৩৩০ জন আক্রান্ত হলেন।
(দ্য রিপোর্ট/আরজেড/০৯এপ্রিল,২০২০)