২৪ ঘন্টায় ৯৪ জন আক্রান্ত; ৬ জনের মৃত্যু
![](https://bangla.thereport24.com/article_images/2020/04/10/1x.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘন্টায় ১১২৮ জনের করোনা টেস্ট করা হয়েছে। এই পরীক্ষায় ৯৪ জন করোনা আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। অন্যান্য দিনের মতো আজও ঢাকায় সর্বোচ্চ ৩৭জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে যথারীতি রয়েছে ১৬জন নারায়ণগঞ্জে। আশঙ্কার কথা হলো গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৬জন মৃত্যুবরণ করেছেন।
ফলে এই ভাইরাসে এ পর্যন্ত ২৭ জনের প্রাণহানি হলো দেশে। একই সময়ে সারাদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এতে করে দেশে কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪২৪ জনে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
(দ্য রিপোর্ট/আরজেড/১০এপ্রিল,২০২০)