ব্রিটেনে করোনায় একদিনে ৯৫৩ জনের প্রাণহানি
দ্য রিপোর্ট ডেস্ক: চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলছে ব্রিটেনে। দেশটিতে প্রতিদিন মৃতের তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন নাম। আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। গতকাল একদিনে ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়েছে মারা গেছেন ৯৫৩ জন, যা আগের দিনের ৯৩৮ জনের মৃত্যুর সর্বোচ্চটাকে ছাড়িয়ে যায়।
অচেনা ভাইরাসটির কারণে ব্রিটেনজুড়ে এখন শুধু লাশের মিছিল। গতকাল ইংল্যান্ডে মৃত্যু হয়েছে ৮৬৬ জনের। বাকি ৮৭জনের মৃত্যু হয়েছে স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে। বুধবার ছিল যুক্তরাজ্যে সবচেয়ে বেশি মৃত্যুর দিন। ওইদিন মোট ৯৩৮জন মৃত্যু বরণ করেছিল। এবার সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেলো শুক্রবার মৃত্যুর সংখা। খবর ডেইলি মেইলের।
একদিনে মৃত্যুর হিসেবে স্পেন এবং ইতালির রেকর্ডকেও ছাড়িয়ে গেলো গ্রেট ব্রিটেন। ইতালিতে একদিনে সর্বোচ্চ ৯১৯ এবং স্পেনে একদিনে সর্বোচ্চ মৃত্যু ঘটেছে ৯৫০ জনের। এবার যুক্তরাজ্য ছাড়িয়ে গেলো তাদেরকে। আর একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ৫১৯৫ জন।
৯৫৩জনকে দিয়ে ব্রিটেনে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো প্রায় ৮ হাজার ৯৫৮ জনে। আগেরদিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে বলে গত বৃহস্পতিবার বলা হলেও শুক্রবার বেশি মৃত্যুর ঘটনা ঘটল ব্রিটেনে।
ব্রিটেনের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন যে, গত ২৩ মার্চ ঘোষণা দেয়ার পর থেকে লকডাউন এখনও চলছে এবং সামনে কোন সময়ে গিয়ে লকডাউন তোলা যাবে তা, নিশ্চিত করে বলার উপায় নেই।
ডাইনিং স্ট্রিটের কর্মকর্তারা এরই মধ্যে ব্রিটেনের পুলিশকে লকডাউনে জনসাধারণ যাতে ঘরের মধ্যে থাকে, সে ব্যাপারটা নিশ্চিত করার জন্য আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে।
যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা বলছেন, ২৩ তারিখ থেকে চলমান লকডাউনের ফল খুব দ্রুতই হয়তো দেখা যাবে। কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে ন্যাশনাল হেলথ সার্ভিসের সদস্যদরকে সতর্ক করে দেয়া হয়েছে, চলমান পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে। পরিস্থিতির উন্নতি না ঘটলে দেড় থেকে দুই লাখ মানুষের মৃত্যু হতে পারে।
২০১৯ সালের শেষ দিন চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ভাইরাসটি সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এক লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ছুঁই ছুঁই করছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১১এপ্রিল,২০২০)