অবশেষে কৃষির জন্য ১৫ হাজার কোটির প্রণোদনা
![](https://bangla.thereport24.com/article_images/2020/04/12/1x.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: যখন গার্মেন্টস শিল্প এবং বড় শিল্পগুলোর জন্য প্রণোদনা দেওয়া হচ্ছিল, তখন বিশেষজ্ঞরা বলছিলেন কৃষির জন্যও প্রণোদনা দরকার। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা ও বরিশাল বিভাগের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে কৃষির জন্য প্রায় ১৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে, কৃষি প্রণোদনা যেন বহাল থাকে সেটা নিশ্চিত করতে হবে। খাদ্য নিরাপত্তাটা সবার আগে।
কৃষকরা যেন ন্যায্যমূল্য পান তা নিশ্চিত করতে তিনি খাদ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। সামনে ধান কাটার মৌসুম, এই মৌসুমে কৃষকরা যেন ন্যায্যমূল্য পান সেদিকে নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী।
কৃষির জন্য যে প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তার মধ্যে রয়েছে-
গত বছরের চেয়ে ২ লাখ মেট্রিকটন বেশি ধান চাল কেনা।
ধান কাটা ও মাড়াইয়ে যান্ত্রিকতার জন্য ১০০ কোটি টাকা নতুন প্রণোদনা।
ধান কাটা শ্রমিকদের জন্য আরও ১০০ কোটি টাকা।
বীজ ও চারার জন্য দেড়শো টাকা ঘোষণা করা হয়েছে।
সারের ভর্তুকি বাবদ আরও ৯ হাজার কোটি টাকা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, যেটা আগামী অর্থ বছরে পাওয়া যাবে।
কৃষির জন্য ৫ হাজার কোটি টাকার সরল সুদে প্রণোদনা দেওয়া হয়েছে, সর্বোচ্চ ৫ ভাগ সুদে।
এছাড়াও প্রধানমন্ত্রী বলেছেন, কৃষির জন্য যা যা করা দরকরা সেটা করা হবে।
(দ্য রিপোর্ট/আরজেড/১২এপ্রিল,২০২০)