দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে সংক্রমণ রোধে পহলে বৈশাখে কোন জনসমাগম করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে গণভবন থেকে খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সর সময় এক কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হবেন না, সাবধানতা ছাড়া কোন উপায় নেই বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, হার্ট, কিডনি ও ডায়াবেটিক রোগীদের জন্য করোনার ঝুঁকি বেশি। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। হাচি কাশি দেয়ার সময় রুমাল ব্যবহার করতে হবে। কারণ হাচি কাশির মাধ্যমেই এ ভাইরাস ছড়ায়।

তিনি আরো বলেন, ধান কাটা শুরু হয়ে গেছে। শ্রমিকদের পুলিশ বিভিন্ন স্থানে পৌছে দেবে। পণ্য বাজারজাত করার সময় শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। হাটবাজার বসানো যাবে বড় খোলা জায়গায়। অনেক লোক সমাগম যেন না হয়। এটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করা করেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১২এপ্রিল,২০২০)