দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ থেকে দেশবাসীকে বাঁচাতেই সবকিছু বন্ধ করা হয়েছে। এ ভাইরাসের কারণে বিশ্ব স্থবির। আমাদের দেশে যাতে এর প্রাদুর্ভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য জনগণকে সচেতন থাকতে হবে। এ লক্ষ্যে দেওয়া নির্দেশনাগুলো মেনে চলতে হবে।’ সবাইকে ঘরে থাকার অনুরোধ করে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘বাঙালি বিজয়ী জাতি। সবার সহযোগিতায় দেশকে করোনা থেকে সুরক্ষিত রাখতে পারবো।’

রবিবার (১২ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসটি সংক্রামক। তাই দেশবাসীকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য অধিদফতর থেকে যে ২৩টি নির্দেশনা দেওয়া হয়েছে তা সবাইকে মেনে চলার অনুরোধ জানাচ্ছি।’ এ সময় করোনা প্রতিরোধে সরকারের গৃহীত সব পদক্ষেপ তুলে ধরেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/১২এপ্রিল,২০২০)