বরিশাল প্রতিনিধি: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন দুই রোগীর দেহে করোনা পজেটিভ হওয়ায় বরিশাল জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান, লকডাউন চলাকালে সরকারী স্বাস্থ্য বিধি ও নির্দেশ যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানান।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঐ দুই রোগীর মধ্যে একজনের বাড়ির মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরচর এলাকার বাসিন্দা এবং তার বয়স ৬০ বছর। অপরজন বাকেরগঞ্জ উপজেলার ডিঙ্গারহাট এলাকার বাসিন্দা। তার বয়স ৬৫ বছর। দু’জনেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন। ১১ এপ্রিল শনিবার এ দু’ রোগীর নমুনা সংগ্রহ করা হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, রবিবার পর্যন্ত এ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৮ জন চিকিৎসাধীন ছিলো। এরমধ্যে এ পর্যন্ত ২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে এবং দু’জনের করোনা পজিটিভ এসেছে। বাকি দু’জনের নমুনা সংগ্রহ করে সোমবার পরীক্ষা করা হবে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৫ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩এপ্রিল,২০২০)