দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশের মতো গোটা ভারতজুড়েই এখন মরণঘাতি করোনাভাইরাস আতঙ্ক। তীব্র জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট এ ভাইরাসে আক্রান্ত হওয়ার মূল উপসর্গ। সেসব উপসর্গ অর্থাৎ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরাত জাহানের বাবা শাহ জাহান।

এসবের পাশাপাশি নুসরাতের বাবার ডায়াবেটিসের সমস্যাও রয়েছে। সবকিছু মিলিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। রবিবার রাতে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই হাসপাতাল সূত্রে খবর, অভিনেত্রী ও বসিরহাটের সাংসদ নুসরাত জাহানের বাবা শাহ জাহানকে রাতেই ইনসুলিন দেয়া হয়েছে। আজ সোমবার তার লালারসের নমুনা পরীক্ষা করা হবে। তার পরই বোঝা যাবে, তিনি করোনায় আক্রান্ত কি না।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩এপ্রিল,২০২০)