চট্টগ্রাম প্রতিনিধি: জেলার পটিয়া উপজেলায় করোনা শনাক্ত হওয়া ছয় বছরের শিশুটি মারা গেছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ।

অসীম কুমার জানান, করোনা শনাক্তের পর রাতে শিশুটিকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির কিছুক্ষণ পরই শিশুটির মৃত্যু হয়। নিয়ম অনুযায়ী শিশুটির লাশ দাফনের ব্যবস্থা চলছে বলে জানান তিনি।

এর আগে গতকালের নমুনা পরীক্ষায় শিশুটির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার বাড়ি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে।

এ ঘটনার পর হাইদগাঁও ইউনিয়নের শিশুটির বাড়ির আশপাশের কয়েকটি ঘর লকডাউন করা হয়েছে বলে জানা গেছে।

গত বছরের শেষ দিন চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এখন সেখানে করোনা পরিস্থিতির উন্নতি হলে সারা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী ভাইরাসটি। মার্চের ৮ তারিখে বাংলাদেশেও প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে বাড়তেই আছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাংলাদেশে ৩৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৬২১ জন।

প্রথম ঢাকায় করোনা শনাক্ত হলেও এখন সব বিভাগে করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে। অচেনা ভাইরাসটির সংক্রমণ রোধে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ আছে যাত্রীবাহি লঞ্চ ও ট্রেন চলাচলও।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩এপ্রিল,২০২০)