করোনাভাইরাসে থমকে গেছে বলিউড
দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন রোহিত শেঠির 'সুরিয়াভানশি' সিনেমাটির মুক্তি নিয়ে। সাধারণ ছুটির সঙ্গে মিলিয়ে গেল ২৪ মার্চ
ছবিটি মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু সেই লক্ষ্যে থাবা বসায় প্রাণঘাতী নভেল করোনাভাইরাস।
ভারতে এই মহামারি ঠেকাতে ২১ দিনের লকডাউন জারি করা হলো। সেইসাথে ছবিটির মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হলো।
একইভাবে স্থগিত হয়ে গেল পরিচালক কবীর খানের ‘এইটি-থ্রি’ ছবিটির মুক্তিও। ১৯৮৩ সালে ভারত বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল। এই ছবির কাহিনী সেই ঘটনা নিয়ে। এতে অভিনয় করেছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। ১০ এপ্রিল এটির প্রিমিয়ার হওয়ার কথা ছিল। সেটিও থুবড়ে পড়লো।
ইউটিউব চ্যানেল ‘ফিল্ম কম্পানিয়ন’কে দেয়া এক সাক্ষাৎকারে কবীর খান বলেন, এরকম একটি সিদ্ধান্ত নেয়ার কাজটি ছিল বেশ কঠিন।
“এই ছবিটি গোটা বিশ্বকে দেখানোর জন্য আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু কিছু কিছু বিষয় আছে যা আমাদের এই ছবির চেয়েও বড়। আজ গোটা পৃথিবী যেন এক জায়গায় থমকে আছে। ছবি দেখা এখন মোটেই গুরুত্বপূর্ণ কোন ব্যাপার নয়।”
শুধু যে নতুন ছবির মুক্তি থেমে আছে তা নয়। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তার নতুন ছবি ‘থালাইভি’র শ্যুটিং করছিলেন দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাডুতে।লকডাউন জারি হওয়াতে কঙ্গনা রানাউতকে তার ছবির শ্যুটিং বন্ধ করে দিতে হয়েছে।
‘পিংকভিলা’কে দেয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, “আমার সেখানে থাকার কথা ছিল ৪৫ দিন। কিন্তু তারপর একটা দৃশ্যের শ্যুটিং এর জন্য আমাদের লোকজনের ভিড় দরকার ছিল, কিন্তু আমাদের সেটির অনুমতি দেয়া হয়নি। এরপর শ্যুটিং বন্ধ হয়ে গেল, আমি মুম্বাইতে ফিরে আসলাম।”
অভিনেত্রী দীপিকা পাডুকোন এক সাক্ষাৎকারে বলেন, “ভাগ্য ভালো যে আমরা মুম্বাই ছেড়ে যাইনি। আমরা কোথাও গিয়ে আটকা পড়িনি। আমি এমন অনেককে জানি, যাদের একটা ফিল্ম শেষ করার জন্য আর মাত্র কয়েকদিনের শুটিং বাকী ছিল।”
বলিউডের তারকাদের হাতে এখন অনেক সময়। সবাই এখন ঘরবন্দী। এই অবসরে তাই অনেকে সোশ্যাল মিডিয়া টাইমলাইনে তাদের প্রাত্যহিক জীবনের নানা টুকিটাকি শেয়ার করছেন।
যেমন দীপিকা পাডুকোনে আর ক্যাটরিনা কাইফ তাদের ঘরের নানা কাজ-কর্ম করছেন- রান্না-বান্না, বাসন-কোসন ধোয়া এবং ঘর সাজানো। আর আলিয়া ভাট আর হৃত্বিক রোশন নাকি নতুন কিছু শেখার চেষ্টা করছেন।
তবে করোনাভাইরাসের মতো একটি গুরুতর সংকটের ব্যাপারে ‘সংবেদশনশীলতা’ না দেখানোর কারণে অনেকে সমালোচনার মুখেও পড়েছেন।
পরিচালক ফারাহ খান ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে তার কয়েকজন বিখ্যাত বন্ধুকে এই বলে হুমকি দিয়েছেন যে, তারা তাদের শরীরচর্চার ভিডিও দেয়া বন্ধ না করলে তিনি তাদের ‘আনফলো’ করতে বাধ্য হবেন।
কিছু তারকা অবশ্য সোশ্যাল মিডিয়ায় তাদের জনপ্রিয়তাকে ব্যবহার করছেন সোশ্যাল ডিসট্যান্সিং বা সামাজিক দূরত্ব বজায় রাখা কেন এত গুরুত্বপূর্ণ সে ব্যাপারে মানুষকে সচেতন করতে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৫এপ্রিল,২০২০)